সফল কৃষক নাসির উদ্দিনের জৈব সবজি চাষে বিপ্লব

মৌলভীবাজারের সফল কৃষক নাসির উদ্দিন জৈব সবজি চাষ করে শুধু নিজের জীবনই বদলে দেননি, পরিবর্তন এনেছেন পুরো গ্রামের অর্থনীতিতে। একসময় তিনি বিদেশে চাকরি করতেন, কিন্তু চাকরি হারানোর পর হতাশায় ভুগছিলেন। দেশে ফিরে তিনি কৃষিতে নতুন কিছু করার সংকল্প নেন। ২০১8 সালে মাত্র ৫০ শতক জমিতে তিনি জৈব সার দিয়ে সবজি চাষ শুরু করেন।

প্রথমে আশেপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করলেও, নাসির উদ্দিন হাল ছাড়েননি। তিনি ইউটিউব ও কৃষি অফিসের প্রশিক্ষণ থেকে শেখা পদ্ধতি ব্যবহার করে টমেটো, লালশাক, বেগুন, ধনেপাতা ও লাউ চাষ শুরু করেন। দুই বছরের মধ্যেই তিনি স্থানীয় বাজারে “নাসির অর্গানিক ফার্ম” নামে পরিচিতি পান। এখন তার জৈব সবজি ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়।

নাসির উদ্দিন বলেন, “রাসায়নিক সার বাদ দিয়ে প্রকৃতির পথে হাঁটলে মাটিরও জীবন ফিরে আসে।” আজ তার ফার্মে ১২ জন শ্রমিক স্থায়ীভাবে কাজ করেন। পরিবেশবান্ধব কৃষির এই উদ্যোগ প্রমাণ করে, টেকসই কৃষিই আগামী দিনের মূল দিকনির্দেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *